কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক, দক্ষিণ এশিয়ার প্রথম শরী’আহ্ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিকিউরিটি গার্ড (অস্থায়ী) পদে নিয়োগের জন্য উদ্যমী, কর্মতৎপর এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলি নিম্নরূপ
পদের নাম | সিকিউরিটি গার্ড (অস্থায়ী) |
বেতন স্কেল | ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী |
বয়স | ২১ আগস্ট ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর (বিআরপিডি সার্কুলার নং ৫৪, তারিখ: ১২.১২.২০২৪) |
পদের সংখ্যা | প্রয়োজন মতো |
শিক্ষাগত যোগ্যতা |
|
আবেদন শুরুও শেষের তারিখ |
|
আবেদন ফি | আবেদন ফ্রি নাই |
আবেদন করতে পারবেন যাহারা | সকল জেলা আবেদন করতে পারবে |
সোর্স | https://career.islamibankbd.com |
সরাসরি আবেদন করুন | অফলাইন |
অভিজ্ঞতা
১. অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেয়া হবে
২. অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য/সরকারি আনসার ব্যাটালিয়ন/ অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র থাকতে হবে
৩. প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতাসম্পন্ন হতে হবে
৪. আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে ৩ (তিন) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
বি.দ্র.: প্রার্থীগণকে অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ২৮ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে (ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্সেস উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০) পাঠাতে হবে।